Health center, Bankura, বাঁকুড়া ২নং ব্লকের তাঁতকানালীতে স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ সেপ্টেম্বর: অবশেষে বাঁকুড়া ২ নং ব্লকের তাঁত কানালী গ্রামে স্বাস্থ্য কেন্দ্রের দাবি পূরণ হলো। এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি মেনে বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতর এখানে একটি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করে। আজ আনুষ্ঠানিক ভাবে পরিষেবা দেওয়া শুরু হলো এই স্বাস্থ্য কেন্দ্রে। এদিন এই উপ স্বাস্থ্যকেন্দ্রটির উদ্বোধন করেন বাঁকুড়া ২ নং ব্লকের কাঞ্চনপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ডা: সুমাইয়া খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জুনবেদিয়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সহ এলাকার মানুষজন।

ডা: সুমাইযা খাতুন বলেন, এই গ্রামীন এলাকার প্রান্তিক মানুষরা এবার থেকে এখানে গর্ভবতী মা ও শিশুদের প্রয়োজন মত ভ্যাকসিন, ওষুধ থেকে শুরু করে জ্বর, সর্দি, কাটা ছেঁড়া ইত্যাদি ন্যুনতম চিকিৎসা পরিষেবা পাবেন। এর জন্য আর বাইরে ছুটতে হবে না। এছাড়াও সুগার প্রেসার ইত্যাদি মাপা ও ওষুধ এখান থেকেই পাবেন।

স্বাস্থ্য কেন্দ্র হওয়ায় এলাকার গরিব মধ্যবিত্ত মানুষ ভীষণ খুশি। তারা বলেন, সামান্য মাথা ব্যাথা হলেও আমাদের নদী পেরিয়ে হয় জুনবেদিয়া উপ স্বাস্থ্যকেন্দ্র না হলে ১০ কিমি দূরে কাঞ্চনপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ছুটতে হতো। এবার থেকে আর ছুটতে হবে না। এখানে সপ্তাহে একজন এমবিবিএস ডাক্তারের দাবি জানান গ্ৰামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *