Electricity, Nandakumar, নন্দকুমারে বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ সেপ্টেম্বর: বিদ্যুৎ গ্রাহকদের কানেকশনের লোড বৃদ্ধির নাম করে গ্রাহকদের কাছ থেকে বিরাট অঙ্কের টাকা আদায় বন্ধ সহ স্মার্টলি টাকা লুটের যন্ত্র স্মার্ট মিটার লাগানো প্রতিরোধ সহ একাধিক দাবিতে আজ বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)’র নন্দকুমার কাস্টমার কেয়ার সেন্টার কমিটির উদ্যোগে স্টেশন ম্যানেজার অফিসে বিক্ষোভ দেখানো হয়। স্টেশন ম্যানেজারকে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি ও ডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভ ডেপুটেশনে নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক শংকর মালাকার ও জেলা সহঃ সভাপতি প্রণব মাইতি ও কাস্টমার কেয়ার সেন্টার কমিটির ঈশ্বর চক্রবর্তী, মঞ্জুরী মোহন মাইতি, গোকুল চন্দ্র মল্লিক, সনাতন দাস প্রমুখ।

স্টেশন ম্যানেজার দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে গ্রাহককে উপস্থিত রেখে লোড পরিমাপ করার আশ্বাস দেন। এবং অন্যান্য দাবিগুলি ঊর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও প্রতিশ্রুতি দেন। বিক্ষোভ সভায় নেতৃবৃন্দ উপরোক্ত দাবির ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর কলকাতায় বিদ্যুৎ গ্রাহকদের আইন অমান্যে যোগ দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *