BJP, RG Kar, আর জি করে হাঙ্গামায় যুক্ত চার অপরাধীর নাম- পরিচয় প্রকাশ্যে আনল বিজেপি

আমাদের ভারত, ১৭ আগস্ট: আর জি কর হাসপাতালে বুধবার রাতে হাঙ্গামায় যুক্ত চার অপরাধীর নাম-পরিচয় প্রকাশ্যে আনল বিজেপি। তাঁদের একজনের ছবি-সহ এক্স হ্যান্ডলে শনিবার তথ্য দাখিল করেছে রাজ্য বিজেপি।

বিবৃতিতে লেখা হয়েছে, “যেহেতু মমতার পুলিশ এবং বিনীত গোয়েল আর জি কর হাসপাতালে ভাঙ্গচুরে অপরাধীদের গ্রেফতারের চেষ্টায় একটি উজ্জ্বল ভূমিকা পালন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলির উপর দোষ চাপিয়ে নির্দোষের অভিনয় করছেন। আসুন আমরা কয়েকজনকে সনাক্ত করতে তাদের সাহায্য করি।

অপরাধীদের ১. জব্বার মোঃ- থাকেন বেলগাছিয়া বস্তিতে, জারিয়ানা ময়দানের পাশে ৩য় তলায়। পুলিশ তাকে ধরতে গিয়েছিল কিন্তু সে ‘দাদা’-র কাছাকাছি ছিল এবং তাঁকে ছেড়ে দেয়। পুলিশ জানিয়েছে, তিনি বাড়িতে ছিলেন না। তবে পুলিশের উচিত স্থানীয় পার্টি অফিসে তাকে খোঁজা। ২. মোঃ সরফরাজ – বেলগাছিয়া বস্তির ছোট মসজিদ এলাকার বাসিন্দা। তিনি টিএমসির নির্বাচন পরিচালনা করেন, গুন্ডাদের নিয়ে আসেন এবং কাশিপুরের স্থানীয় কাউন্সিলরকে নির্বাচনে জয়ী হতে সহায়তা করেন। ৩. মোঃ আমির- তিনি সেই কাউন্সিলর ‘দাদা’-র আর এক ঘনিষ্ঠ সহযোগী। ৪. তৌসিফ (ছবি সংযুক্ত)- বেলগাছিয়া দত্ত বাগানের বাসিন্দা। পুলিশ তার সাথে দেখা করে কিন্তু সে জানায় যে সে তার ‘দাদা’-র নির্দেশ ভাঙ্গচুর করতে গিয়েছিল। তাই পুলিশ তাকে ধরতে পারেনি।

মমতা বন্দ্যোপাধ্যায় যদি গুন্ডাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা জানতে চান আমরা আশা করি এই তথ্যের পরে আমরা তাঁর কাজ সহজ করে দিলাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *