আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ আগস্ট: আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের পরেই তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। সুবিচার ও নিরাপত্তা চেয়ে পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন হাজার হাজার মানুষ। তবে বর্তমানে চিকিৎসক খুনের তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়ার বিষয়ে চাপ দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পাল্টা তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলে রাজ্য সরকারকে নিশানা করে পথে নেমেছে বিরোধীরা।
আজ জগদ্দল থানার সামনে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকে ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার নেতৃত্বরা। রাস্তার উপর বসে পড়ে ন্যায্য বিচারের দাবি তোলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। তিনি বলেন, পুলিশ মন্ত্রী কার হয়ে পথে নামছেন জানিনা। বাংলার মানুষ এখন সজাগ। মানুষকে আর ভুল বোঝানো যাবে না।আমাদের একটাই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। চিকিৎসক খুন হওয়ার পরেই প্রমাণ লোপাটের জন্য তৎপর হয়ে উঠেছে এই সরকার। সিবিআই তদন্তের উপর আমাদের পূর্ণ আস্থা আছে।