আমাদের ভারত, নদিয়া, ২৯ মার্চ: মালদার মোথাবাড়িতে সনাতনী ধর্মের মানুষদের ওপর যে অত্যাচার নেমে এসেছে তারই প্রতিবাদে কল্যাণীতে প্রতিবাদ মিছিল করল বিজেপি। শনিবার সন্ধ্যায় কল্যাণীর সেন্ট্রাল পার্ক থেকে সুবিশাল প্রতিবাদ মিছিল করে কল্যাণী আইটিআই মোড়ে গিয়ে রাস্তা অবরোধ করে।
এরপর সেখানে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধের পাশাপাশি মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানায় বিজেপি কর্মী সমর্থকরা। যার নেতৃত্ব ছিলেন কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অম্বিকা রায়।