আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৬ আগস্ট: আরজিকরে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন সমাজের সর্বস্তরের ব্যক্তিরা। তবে চিকিৎসক খুনের ঘটনায় এবার পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলো বিজেপি। আজ শ্যামনগর চৌরঙ্গী মোড়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতা- কর্মীরা। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সন্দীপ বন্দ্যোপাধ্যায়।
শুধু শ্যামনগর নয়, ব্যারাকপুর লোকসভার বিভিন্ন প্রান্তে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের দাবি, হাসপাতালের মধ্যে চিকিৎসকদের যেখানে নিরাপত্তা থাকে না সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ দাবি করছি।