পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৬ আগস্ট: এসইউসিআই (কমিউনিস্ট) দলের আহ্বানে আজ ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটের সমর্থনে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। সকাল ছ’টা থেকেই শুরু হয় বিভিন্ন স্থানে পিকেটিং। ছ’ নম্বর জাতীয় সড়কে দেউলিয়ায় সকাল আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা।
এছাড়াও ১১৬ বি জাতীয় সড়কের রামতারকে, হলদিয়া-মেছেদা রাজ্য সড়কের পাঁচ মাথার মোড়ে ও হলদিয়া-মেছেদা রাজ্য সড়কের মানিকতলা নোনাকুড়িতে পথ অবরোধ করে বিক্ষোভকারীরা। এছাড়াও ময়না, নিমতৌড়ি, মানিকতলা, হলদিয়ার দুর্গাচক, চৈতন্যপুর, পাঁশকুড়া প্রভৃতি স্থানে পিকেটিং চলে। বেসরকারি বাস এদিন চলেনি বললেই চলে। ট্রেন চললেও যাত্রীর সংখ্যা ছিল খুবই নগণ্য।
এসইউসিআই (কমিউনিস্ট) দলের পূর্ব মেদিনীপুর কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক সারা জেলাজুড়ে সাধারণ ধর্মঘট সফল করবার জন্য জেলাবাসীকে অভিনন্দন জানান।