সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০ আগস্ট: আর জি কর হাসপাতালে পড়ুয়া মহিলা চিকিৎসককে গণধর্ষণ করে নির্মমভাবে হত্যার ঘটনায় সারা জেলাজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আজ বাঁকুড়া শহরে মহিলা সহ কয়েক হাজার মানুষের জনজাগরণ যাত্রা, অপরদিকে ওন্দায় বিজেপির উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়।
ওন্দার বিভিন্ন এলাকায় মিছিল পরিক্রমা করে। এই ঘটনায় দোষীদের আড়াল করার অপচেষ্টা চলছে বলে মিছিলে প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।