সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০ আগস্ট: কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়াকে গণধর্ষণ ও বাংলাদেশে হিন্দু হত্যা, হিন্দু মন্দির ধ্বংসের প্রতিবাদে আজ বিকেলে বিশ্ব হিন্দু পরিষদের আহ্বানে এক জনজাগরণ পদযাত্রার আয়োজন করা হয়।তামলিবাঁধ থেকে মিছিলের সূচনা হয়। কয়েক হাজার মহিলা সহ এই পদযাত্রা শহরের প্রধান রাজপথ অতিক্রম করে লালবাজার বিবেকানন্দ মূর্তির পাদদেশে সমাপ্ত হয়।
আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের উপর নারকীয় অত্যাচার ও বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এদিন মহিলাদের সরব প্রতিবাদ জনমানসে ব্যাপক সাড়া ফেলে। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আর জি কর কান্ডে দোষীদের কঠোর সাজা এবং বাংলাদেশের হিন্দুদের উপর অবর্ণনীয় অত্যাচারের প্রতিকারের দাবি জানানো হয়।