BJP MLA, Raj Bhavan, মিছিল করে রাজভবনে বিজেপি বিধায়করা

আমাদের ভারত, ১০ ফেব্রুয়ারি: শনিবার সন্দেশখালির পরিস্থিতি নিয়ে উত্তেজনা ছড়াল বিধানসভায়। ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভা থেকে মিছিল করে তাঁরা রাজভবনে গিয়ে রাজ্যপালের দফতরে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে একটি স্মারকলিপি জমা দেন।

সন্দেশখালি কাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন বিধায়করা। বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত প্ল্যাকার্ড হাতে বিজেপি বিধায়কদের মিছিলের নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। এদিন রাজভবনে যাওয়ার পথে বিজেপি বিধায়কদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল ‘সন্দেশখালি সঙ্গে আছি’। তাঁরা স্লোগান তোলেন, ‘সন্দেশখালি জ্বলছে মমতা হাসছে’।

ভিতরে গিয়েও তাঁরা ধ্বনি তোলেন, ‘সন্দেশখালি জ্বলছে কেন? জবাব দাও রাজ্যপাল।’ রাজ্যপালকে এই ঘটনায় তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আবেদন জানানো হয় রাজ্যের বিরোধী দলনেতার তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *