Hindu Mahasabha, Shyamaprasad Mukherjee, পাঠ্যসূচিতে ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান অন্তর্ভুক্ত করার দাবি হিন্দু মহাসভার

আমাদের ভারত, বাঁকুড়া, ১০ ফেব্রুয়ারি: পাঠ্যসূচিতে ডাঃ শ‍্যামাপ্রসাদ মুখার্জির অবদান অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে হিন্দু মহাসভা।গত ৪ ফেব্রুয়ারি বাঁকুড়া ধর্মশালায় হিন্দু মহাসভা ও ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা চক্রে এই দাবি জানানো হয়।

ভারত ভাগের সময় যখন হিন্দু অধ্যুষিত বঙ্গের বিরাট অংশ পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয় তখন শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে হিন্দু মহাসভা আন্দোলন শুরু করে। শ্যামাপ্রসাদ মুখার্জি যুক্তি ও তথ্য সহকারে হিন্দু অধ্যুষিত বাংলাকে ভারতে অন্তর্ভুক্ত করার দাবি তুলে ধরেন। অবশেষে বাংলা ভাগ করে হিন্দু অধ্যুষিত বাংলা যা বর্তমানে পশ্চিমবঙ্গ হিসাবে ভারতে অন্তর্ভুক্ত করা হয়।তাঁর এই অবদান বর্তমান প্রজন্মের অজানা। সেই কারণে পাঠ্যসূচিতে তাঁর এই অবদান তুলে ধরার দাবি।

এদিনের আলোচনা সভায় শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডঃ অনির্বাণ গাঙ্গুলি, বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার সংগঠন সম্পাদক অনন্ত সিংহ রায়, সাংবাদিক সোমনাথ বরাট, বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা, স্বামী প্রত্যাত্মা পুরী অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন কাশী মঠের ব্রম্হ্মচারী জয়েশ্বর চৈতন্য মহারাজ। সভার প্রারম্ভে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বৃন্দাবন বরাট ও স্বস্তি বাচন করেন জয়দীপ মুখোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *