আমাদের ভারত, ১০ ফেব্রুয়ারি: “আমরা কি এমন সব পরিস্থিতি কল্পনা করতে পারি যেখানে রাজনীতিবিদরা নারীদের যৌন খেলার জিনিস হিসেবে ব্যবহার করেন?” শনিবার এই প্রশ্ন তুললেন বিজেপি-র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য স্বপন দাশগুপ্ত।
তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “পশ্চিমবঙ্গে সন্দেশখালির পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসের বড় নেতারা মহিলাদের সাথে যে আচরণ করেছেন তা একটি ক্ষোভের বিষয়। সারা ভারতে নারী কর্মীদের কাছে আমার অনুরোধ, দয়া করে অবিলম্বে বিষয়টি তুলে ধরুন। সবচেয়ে খারাপ, এসবের সঙ্গে পুলিশ জড়িত।”
প্রসঙ্গত, সন্দেশখালিতে শুরু হয়েছে রুটমার্চ। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও শুক্রবার রাতের মধ্যেই সেখানে পৌঁছোন। এরপর সন্দেশখালি থানা এলাকায় ১৪৪ ধরা জারি করে পুলিশ। পরিস্থিতি এখনও থমথমে। রাস্তাঘাট শুনশান। বন্ধ রয়েছে দোকানপাট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয়দের একাংশ।