আমাদের ভারত, ২ মার্চ: বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হল। সেখানে পশ্চিমবঙ্গের ২০টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় পুরনো সাংসদরা যেমন আছেন তেমনি আছেন নতুন মুখও। শুভেন্দু অধিকারীর ভাই কাঁথি থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন।
বাংলায় কুড়িটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদার, বহরমপুরে নির্মল কুমার সাহা, মুর্শিদাবাদ থেকে গৌরীশঙ্কর ঘোষ, হাওড়ায় রথীন চক্রবর্তী, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ, বাঁকুড়ায় সুভাষ সরকার, কাঁথিতে প্রার্থী হবেন সৌমেন্দু অধিকারী, আসানসোলে ভাজপুরী স্টার পবন সিং, বনগাঁয় শান্তনু ঠাকুর, যাদবপুরে অনির্বান গাঙ্গুলি, হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায়, পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতো, কোচবিহারে নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা, মালদা (উত্তর) খগেন মুর্মু, মালদা (দক্ষিণ) শ্রীরূপা মিত্র চৌধুরী, জয়নগরে অশোক কান্ডারি, ঘাটালে হিরণ চট্টোপাধ্যায়, বোলপুর প্রিয়া শাহ।
প্রথম দফায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া তালিকায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং- এর নামও। গান্ধীনগর থেকে লড়বেন অমিত শাহ। লক্ষ্মৌ থেকে রাজনাথ সিং, আমেঠি থেকে স্মৃতি ইরানি। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় ২৮ জন মহিলা প্রার্থীর নাম রয়েছে। ২৯ ফেব্রুয়ারি বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হয়। এরপর ২ মার্চ প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হলো।