সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ মার্চ: স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে সাংসারিক অশান্তি, রাগে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপালেন স্বামী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার কলাশিমা এলাকায়। ছেলের অভিযোগের ভিত্তিতে রাতেই বাবাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত স্বামীর নাম নেপাল দাস। বর্তমানে স্ত্রী সন্ধ্যা দাস বারাসত হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি।
পুলিশ সূত্রে খবর, স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণে সাংসারিক অশান্তি লেগে থাকত তাদের মধ্যে। এদিন রাতে তাঁর স্বামী প্রতিবাদ করেন। এই নিয়ে তাঁদের মধ্যে ফের অশান্তি শুরু হয়, সেই সময় নেপাল দাস তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও হাতে কোপ মারে। সেই সময় প্রাণ রক্ষার্থে স্ত্রী সন্ধ্যা দাস বাড়ি থেকে বেরিয়ে গিয়ে চিৎকার করে। চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার ফলে সন্ধ্যা দাসকে বারাসত হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন।
এরপর ছেলে শিবা দাস, গাইঘাটা থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে অভিযুক্ত নেপাল দাসকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিচারক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।