গোপাল রায়, আরামবাগ, ২০ মার্চ: সাধারণ মানুষকে করোনা সংক্রমণের হাত থেকে সাবধান থাকতে মাস্ক ও স্যানিটাইজার বিলি করলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু। বিজেপি কর্মীদের তৈরি এই মাস্ক আরামবাগে বিতরণ করেন। তাঁর উপস্থিতিতে আজ বিজেপিতে যোগ দিলেন ২০ জন।
আরামবাগ বিজেপি সাংগঠনিক সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে আজ আরামবাগের বেশ কিছু এলাকায় মাস্ক বিলি করা হয়। সেখানেই রাজ্য নেতা সায়ন্তন বসু উপস্থিত ছিলেন। তিনি এলাকার বহু মানুষকে মাস্ক পরিয়ে দেন।তিনি বলেন, কলকাতা সহ বহু জায়গাতেই মাস্ক পাওয়া যাচ্ছে না। আমাদের দলের কর্মীরা নিজেদের হাতে তৈরি করে সাধারণ মানুষের মধ্যে বিলি করছেন। আরামবাগ শহরে বিভিন্ন মোড়ে মোড়ে মানুষকে সচেতন করা হয় ও মাক্স বিতরণ করা হয়। এদিন কয়েক হাজার মাক্স নিজে হাতে তুলে দিলেন সায়ন্তন বসু।
আজ বিকেলেই আরামবাগে বিজেপিতে যোগদান করল কুড়ি জন। কুড়ি জনের মধ্যে নয়জন মহিলা। এরা অবশ্য কোনও দলের সঙ্গে যুক্ত ছিলেন না। বিজেপির কাজ দেখে এরা যোগ দিলেন বলে জানান। শুক্রবার বিকেলে বিজেপির কার্যালয়ে এই কুড়ি জনের হাতে দলীয় পতাকা হাতে তুলে দেন সায়ন্তন বসু। হাজির ছিলেন আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ, যুব মোর্চা সভাপতি বিশ্বজিৎ ঘোষ। সদ্য যোগদান করা অনিতা ব্যানার্জি জানান, জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ আমার পাড়ার ছেলে। ভালো কাজ করছে তাই দেখে আমরা বিজেপিতে যোগদান করলাম।