রামপুরহাট পুরসভার বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আমাদের ভারত, রামপুরহাট, ১০ ফেব্রুয়ারি: প্রতিমাসে টাকা তোলা হলেও নিকাশিনালা পরিষ্কার হয় না। এমনই অভিযোগ তুলে আজ রামপুরহাট পুরসভায় স্মারকলিপি জমা দিল তৃণমূল। যদিও বিজেপি কাউন্সিলরের দাবি, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই এসব বলছে তৃণমূল। আমি তথ্য জানার অধিকার আইনে কোন ওয়ার্ডে কত টাকা বরাদ্দ করা হয়েছে তার শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছি। তাহলেই পরিষ্কার হয়ে যাবে কারা দুর্নীতিগ্রস্থ। যদিও চেয়ারম্যান পরিষ্কার জানিয়ে দিয়েছেন কাউন্সিলরের হাতে কোনও টাকা দেওয়া হয় না।

দোরগোড়ায় পুরসভা নির্বাচন। নির্বাচন কাছে আসতেই পুরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর ৫ নম্বর ওয়ার্ডের দুর্নীতি নিয়ে আন্দোলন শুরু করেছে তৃণমূল। তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ৫ নম্বর ওয়ার্ডে প্রতিমাসে রাস্তাঘাট ও নিকাশি নালা পরিস্কারের জন্য ২৮৪০৫ টাকা কতে তোলেন কাউন্সিলর। কিন্তু কোনও নালা পরিষ্কার হয় না। কাউন্সিলর অপদার্থ। ফলে মানুষকে নোংরা আবর্জনার মধ্যে যাতায়াত করতে হচ্ছে। মানুষই এর প্রতিবাদ জানাচ্ছেন।

যদিও কাউন্সিলর শুভাশিস চৌধুরী বলেন, “আমি পদার্থ বলেই মানুষ আমাকে চারবার আশীর্বাদ দিয়ে জয়ী করেছেন। তার মধ্যে দু’বার অভিযোগকারীর বাবাকে মানুষ পরাজিত করেছেন। ২০১০ সালে আমার ওয়ার্ডে তৃণমূল মাত্র ৯ টি ভোট পেয়ছিল। রামপুরহাটের তৃণমূল বিধায়ক ওই ওয়ার্ডের উন্নয়নের জন্য একটি টাকাও দেননি। এবার শাসক দলের শীর্ষ নেতারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমার ওয়ার্ডে জিততে না পারলে মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের টিকিট পেতে অসুবিধা হবে। তাই এখন এসেব করছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি মন্ত্রীর বাড়ির কোনও প্রার্থী ওই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করুক। তাছাড়া আমিও পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে তথ্য জানার অধিকার আইনে জানতে চেয়েছি কোন ওয়ার্ডে কত টাকা বরাদ্দ করা হয়েছে তা প্রকাশ করা হোক। টাকা কোন কোন কাউন্সিলরের হাতে দেওয়া হয় তাও জানতে চেয়েছি। আমার দাবি মতো কাগজ সরবরাহ করলেই কারা দুর্নীতিগ্রস্থ তা সামনে আসবে”।

রামপুরহাট পুরসভার চেয়ারম্যান অশ্বিনী তেওয়ারি বলেন, “টাকা হাতে দেওয়া হয় না। যারা পরিষ্কার করেন সেই সমস্ত শ্রমিকের টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়। আর নিকাশি নালা পরিস্কারের তদন্ত কিভাবে করব বুঝতে পারছি না। তবে এবার থেকে পুরসভা সমস্ত ওয়ার্ডের উন্নয়নের কাজ দেখবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *