সাথী প্রামানিক, পুরুলিয়া, ১০ ফেব্রুয়ারি: সাংসদ, জেলা সভাপতি সহ একাধিক কার্যকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও ঔদ্ধত্য আচরণের অভিযোগ তুলে জনসমক্ষে সরব হলেন পুরুলিয়া জেলা বিজেপির এক ঝাঁক সক্রিয় কর্মী। ‘পুরুলিয়া বিজেপি বাঁচাও কমিটি’ গড়ে সোমবার, পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে এই নিয়ে একটি সভা করলেন তাঁরা। ‘পুরুলিয়া জেলা বিজেপি সাফাই অভিযান’স্লোগান তুলে সভার আহ্বায়ক তথা পুরুলিয়া শহর মন্ডলের প্রাক্তন সহ সভাপতি নির্মল কেশরী বিজেপি জেলা নেতাদের বিরুদ্ধে শাসক দল তৃণমূলের সঙ্গে যোগসাজোসের অভিযোগ তোলেন। বক্তব্য রাখেন প্রাক্তনীরা। এঁদের মধ্যে বিজেপির কিষাণ মোর্চার জেলা সভাপতি পরেশ রজক, পুরুলিয়া শহর দক্ষিণ মন্ডলের নেতা বাবাই সেন, পুরুলিয়া ১ মন্ডলের সভাপতি হিরু রজক প্রমুখ নেতৃত্ব দেন। তাঁরা প্রত্যেকেই জেলাসভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, সহ সভাপতি বিনোদ তেওয়ারি, সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। একই সঙ্গে তৃণমূলের সঙ্গে পরোক্ষভাবে অর্থ লেনদেন করে জেলায় পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত হাত ছাড়া হয় বলে অভিযোগ। বর্তমানে এই সব নেতার আচার আচরণ বদলের অভিযোগ করে বলেন, ‘এখন লক্ষ লক্ষ টাকা তছরুপ করে দামি গাড়ি স্থাবর অস্থাবর সম্পত্তি এবং সোনার গয়না কিনে মাটিতে পা ফেলেন না। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন না সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি অহংকার আর ঔদ্ধত্যের আকাশে ভেসে বেড়াচ্ছেন। যাঁরা জেলায় খেটে, অক্লান্ত পরিশ্রম করে দলটি একটি ভাল জায়গায় পৌঁছে দিয়েছে তাঁদের ছুড়ে ফেলে দিয়েছেন। প্রবীণদের সন্মান দেন না।’ এই নিয়ে আরও এক পা এগিয়ে নির্মল কেশরী বলেন, ‘আমাদের এই আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছাবো। পুরুলিয়া জেলা বিজেপি কমিটির আমূল পরিবর্তন করার আর্জি জানাব। না হলে আমরা বেরিয়ে যাব।’
এই বিষয়ে বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, ‘তৃণমূল কংগ্রেস যেটা সরাসরি নিজেরা করতে পারছে না তা বিজেপির বহিষ্কৃতদের টাকা দিয়ে করাচ্ছে। এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আর এর প্রভাব জনমানসে পড়বে না। বিজেপির বিজয় রথ এগিয়ে
যাবে।’