নহাটা কলেজ ক্যাম্পসে মদ্যপান, প্রতিবাদ করায় ছাত্র ও এক শিক্ষককে মারধর

আমাদের ভারত, বনগাঁ, ১০ ফেব্রুয়ারি: সরস্বতী পুজোর দিন কলেজ ক্যাম্পসে মদ্যপানের প্রতিবাদ করায় কলেজের এনসিসি সেক্রেটারি ও ছাত্রদের মারধরের অভিযোগ কলেজের হেডক্লার্ক ও ছাত্র সংসদের কিছু সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগণার গোপালনগর থানার নহাটা যোগেন্দ্র নাথ মন্ডল স্মৃতি মহাবিদ্যালয়।

এনসিসি সেক্রেটারি সন্তু সাঁতরার অভিযোগ, ২৯ জানুয়ারি সরস্বতী পুজোর দিন কলেজ চত্বরে মদ্যপান করছিল কলেজের হেডক্লার্ক সমিরন সরকার ও তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের বেশ কিছু সদস্য। মদ্যপানের প্রতিবাদ করতে গেলে এনসিসি সেক্রেটারি সন্তু সাঁতরা ও কয়েক জন ছাত্র। সেই সময় সমীরণ সরকারের নেতৃত্বে বেশকিছু তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের ওপর চড়াও হয় এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় কলেজের অধ্যক্ষ অর্ণব ঘোষ মদ্যপানের ঘটনা স্বীকার করে তিনি বলেন, মদব্যদের সঙ্গে কিছু ছাত্রদের সঙ্গে গন্ডগোলের ঘটনা ঘটছে। যদিও তিনি ঘটনার সিসিটিভি ফুটেজ দেখাতে চাননি। তিনি বলেন, ঘটনাটি এমন কিছু নয়। অভিযুক্ত সমীরণ সরকার অবশ্য এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছেন।

বিজেপি নেতা দেবদাস মণ্ডল ঘটনার ধিক্কার জানিয়ে বলেন, কলেজের অধ্যক্ষ ঘটনার ধামা চাঁপা দেওয়ার চেষ্টা করছে। শিক্ষা কেন্দ্রের মধ্যে মদ্যপান মানে গণতন্ত্রকে হত্যা করছে তৃণমূল সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *