পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: হাতে আর মাত্র কয়েকটা দিন। তাই সময় নষ্ট করতে চাইছে না কোনো রাজনৈতিক দল। প্রধান দুই প্রতিপক্ষ ময়দানে নেমে সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বেরাচ্ছে মেদিনীপুর বিধানসভার প্রতিটি প্রান্তে। তাই রবিবাসরীয় প্রচারেও পিছিয়ে নেই কেউ।
বিজেপি প্রার্থী শুভজিৎ রায় সকাল থেকেই মেদিনীপুর শহরের কোতোয়ালি বাজার সহ শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচারে ব্যস্ত। স্থানীয় ব্যবসায়ী থেকে পথচলতি ও বাজার করতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং কর্মীদের নিয়ে জনসংযোগ করেন প্রার্থী।
সব মিলিয়ে হাতে আছে আর দশদিন সময় আছে প্রচারের। তাই সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির মধ্যেই প্রচারে ব্যাস্ত শাসক বিরোধী দুই শিবিরের প্রার্থীরা।