Paddy, West Medinipur, ডানার প্রভাবে পশ্চিম মেদিনীপুরে ধান চাষে ব্যাপক ক্ষতি, সরকারের কাছে আর্থিক অনুদানের আবেদন কৃষকদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: ওড়িশা উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিঝড় ডানা প্রবল আকার ধারণ না করলেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ধান চাষে এর ব্যাপক প্রভাব পড়েছে। পশ্চিম মেদিনীপুরেও ব্যাপক ক্ষতি হয়েছে ধান চাষের। বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়।

চন্দ্রকোনা এক নাম্বার ব্লকের মৌলা পরমানন্দপুর, জগন্নাথপুর, পাইকমাজিটা সহ চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে ধান চাষের। একাধিক জায়গায় ধান জমি জলমগ্ন হয়ে রয়েছে। ধান জমি দিয়ে বয়ে চলেছে জল। নষ্ট বিঘার পর বিঘা জমির ধান। মাঠের এই ধান ঘরে তুলতে পারবে কিনা তা নিয়েও প্রবল চিন্তায় কৃষকরা। যার ফলে মাথায় হাত তাদের। কারণ ঋণ নিয়ে এই চাষ করেছিলেন কৃষকরা। কেউ কেউ আবার ঋণ নিয়ে অন্যের জমিতে ধানের চাষ করেছেন। বিঘে প্রতি আনুমানিক প্রায় ১৮ থেকে ২০ হাজার টাকা খরচা হয়েছে বলে জানাচ্ছেন কৃষকরা।

এত টাকা খরচ করে ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষকদের। এই আর্থিক ক্ষতি কিভাবে তারা মেটাবেন? মহাজনের থেকে নেওয়া ঋণ কিভাবে শোধ করবেন তা নিয়ে তাদের মাথায় হাত। তাই প্রশাসন ও সরকারের কাছে আর্থিক অনুদান বা সাহায্যের আবেদন কৃষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *