BJP, by-election, বাংলার উপনির্বাচনে ৪ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, কোন আসনে কার বিরুদ্ধে কে লড়ছেন, দেখে নিন

আমাদের ভারত, ১৬ জুন: পশ্চিমবঙ্গের চার বিধানসভা আসনে উপনির্বাচন হবে। তৃণমূল কংগ্রেস আগেই তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। আজ বিজেপির তরফে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করা হলো। এই চারটির মধ্যে তিনটি আসনেই বিজেপির প্রার্থীরা ২০২১ সালে জিতেছিলেন। কিন্তু তারা প্রত্যেকেই পরে তৃণমূল কংগ্রেসের যোগ দেন। লোকসভা নির্বাচনে প্রার্থী হন বিধায়ক পদে ইস্তফা দিয়ে। তবে তারা সকলেই হেরেছেন। স্বাভাবিকভাবেই মানিক তলা ছাড়া সব কেন্দ্রেই বিজেপি নিজের প্রার্থী বদল করেছে।

মানিকতলার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে প্রয়াত হয়েছিলেন। ওই আসনের ফলাফল নিয়ে মামলা দীর্ঘদিন বিচারাধীন ছিল। ফলে সাধন পান্ডের প্রয়াণের পরে উপনির্বাচন করানো যাচ্ছিল না। পরে কল্যাণ চৌবে মামলা প্রত্যাহার করেন। তারপর মানিকতলার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু সাধন পান্ডের কাছে হেরে যাওয়া কল্যাণ চৌবেকেই প্রার্থী করেছে বিজেপি।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে সাধন পান্ডে ২০ হাজার ২৩৮ ভোটে হারিয়েছিলেন কল্যাণকে। সেবার সিপিআইএমের রূপা বাগচি ছিলেন তৃতীয় স্থানে। এবার উপ নির্বাচনে সিপিআইএম প্রার্থী করেছে রাজীব মজুমদারকে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সাধন পাণ্ডে সহধর্মিনী সুপ্তি পান্ডে। এই বিধানসভা কেন্দ্রটি কলকাতা উত্তরে। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে মানিকতলায় তৃণমূল বিজেপির চেয়ে এগিয়েছিল ৩৫৭৫ ভোটে।

রানাঘাট দক্ষিণের বিধায়ক ছিলেন মুকুটমণি অধিকারী। লোকসভা নির্বাচনে তিনি রানাঘাট কেন্দ্রে হেরে যান। বিধানসভা নির্বাচনে তিনি এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন। বিজেপির টিকিটে লড়বেন মনোজ কুমার বিশ্বাস। লোকসভা নির্বাচনে এই বিধানসভা ক্ষেত্রে ১৮ হাজার ৬৭৭ ভোটে লিড ছিল বিজেপির।

বাগদা বিধানসভা উপনির্বাচনে বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেনি তৃণমূল। বিশ্বজিৎ বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন। লোকসভা ভোটে লড়েন বনগাঁ কেন্দ্রে, বিধায়ক পদে ইস্তাফা দিয়ে। হেরেও যান। বাগদায় এবার মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্না ঠাকুরকে তৃণমূল প্রার্থী করেছে। বাগদা বিধানসভা ক্ষেত্রে বিশ্বজিৎ লোকসভা নির্বাচনে পিছিয়ে ছিলেন ২০ হাজার ৬১৪ ভোটে। এই আসলে মধুপর্নার মূল লড়াই হবে বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের বিরুদ্ধে।

রায়গঞ্জ কেন্দ্র থেকে লোকসভা ভোটে লড়ে হেরে গিয়েছেন কৃষ্ণ কল্যাণী। এবার তিনি বিধানসভা উপনির্বাচনে লড়বেন। বিশ্বজিৎ, মুকুটমণির মত কৃষ্ণ বিজেপির বিধায়ক হিসেবে ইস্তফা দিয়ে তৃণমূলের হয়ে ভোটে লড়েছিলেন। কিন্তু রায়গঞ্জ থেকে সাংসদ হয়েছেন বিজেপির কার্তিক চন্দ্র পাল। নিজের বিধানসভা কেন্দ্রেই কৃষ্ণ পিছিয়ে ছিলেন ৪৬ হাজার ৭৩৯ ভোটে। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে দলবদল করে আসা মানষ কুমার ঘোষকে। তিনি গত বছর বিজেপিতে যোগ দিয়েছিলেন। পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি তৃণমূলের প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক তথা রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ছিলেন।

সম্প্রতি রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠক থেকে ৪ আসনের জন্য ১২ জন প্রার্থীর নাম পাঠানো হয়েছিল দিল্লিতে। অবশেষে তার মধ্যে থেকে বেছে নেওয়া হয় চারজনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *