আমাদের ভারত, ১৭ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী— সামাজিক মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানালেন ওঁরা।
নরেন্দ্র মোদী লিখেছেন, “ঈদুল আযহার শুভেচ্ছা! এই বিশেষ অনুষ্ঠানটি আমাদের সমাজে সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করুক। সবাই সুখী ও সুস্থ থাকুক।”
মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “ঈদ মোবারক!
সকলকে জানাই ঈদ-উল-আযহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা।”
প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা যুক্ত করে শুভেন্দু অধিকারী লিখেছেন, “এই উপলক্ষে যারা উদযাপন করছেন তাঁদের সবাইকে ঈদ-উল-আযহা-এর শুভেচ্ছা।”