কৃষক ভোট টানতে ৪০ হাজার গ্রামসভায় দলীয় নেতাদের যাবার নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা:
২০২১ শে কৃষকদের ভোট টানতে কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচি বিজেপির। শনিবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় এই কর্মসূচি ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আগামী ২৪ শে জানুয়ারি থেকে রাজ্য বিজেপি নেতারা ৩১ শে জানুয়ারি পর্যন্ত কৃষকদের পরিবারে যাবেন। রাজ্যের মোট ৪০ হাজার গ্রাম সভায় কৃষকদের সঙ্গে সরাসরি রাজ্য বিজেপি নেতাদের কথা বলার নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

সামনেই বিধানসভা ভোট। কৃষি আইনকে তৃণমূল তাদের নির্বাচনী প্রচারের হাতিয়ার করবে। শুক্রবার কলকাতায় কালীঘাটে মুখ্যমন্ত্রী দলীয় নেতাদের নিয়ে বৈঠক করে এই ইঙ্গিত দিয়েছেন। তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী দলীয় নেতাদের জানিয়েছেন, তৃণমূল সর্বশক্তি দিয়ে কৃষি আইনের বিরোধিতা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন কৃষি আইন নিয়ে গ্রামে গ্রামে বিজেপির বিরুদ্ধে প্রচার করতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি প্রকাশ্যে আসতেই বিজেপিও কৃষক ভোট পেতে এবার সরাসরি ময়দানে নামছে। জানুয়ারি মাসের শেষে রাজ্যের ৪০ হাজার গ্রাম সভায় পৌঁছনোর কথা রাজ্য বিজেপি কে জানিয়ে দিলেন জেপি নাড্ডা। তিনি ভালো করেই বুঝতে পারছেন গ্রামীণ ভোট অনুকূলে না হলে মিশন বাংলা ব্যর্থ হবে। তাই গ্রামের কৃষক, ক্ষেতমজুরদের ভোট টানতে ফের কৃষকদের কাছে যাওয়ার পরামর্শ দিলেন তিনি। প্রসঙ্গত, কৃষি আইন পাশ হওয়ার পর রাজ্যজুড়ে এই আইনের সমর্থনে মিছিল করেছিল বিজেপি। তবে তা যে যথেষ্ট নয় জেপি নাড্ডার এই কর্মসূচি ঘোষণা প্রমাণ করে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *