করোনা ভ্যাকসিন দেওয়ার দিন ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জয়ের

আমাদের ভারত, হাওড়া, ৯ জানুয়ারি: করোনা পরিস্থিতির মাঝে দলীয় কার্যাক্রমে যোগ দিতে গিয়ে কখন যে করোনা ভাইরাস শরীরে প্রবেশ করেছিল সেটা জানতেই পারেননি বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। আর যখন বুঝতে পারলেন যে তার শরীরে মারণ রোগ করোনা বাসা বেঁধেছে সেইদিন থেকেই দিন গুনতে শুরু করেছিলেন কবে ভ্যাকসিনের সুখবর পাবেন। মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন মানুষকে বাঁচাতে যেন দ্রুত ভ্যাকসিন পৌঁছয় মানুষের কাছে। আর শনিবার নিজের আদর্শ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে ভ্যাকসিনের দিন ঘোষণার পর থেকেই আনন্দে ভাসছেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়। অবশ্য নিজের জন্য নয়, দেশের মানুষ রোগের হাত থেকে বাঁচবেন এই আনন্দে আত্মহারা জয়।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন ১৬ জানুয়ারি থেকে দেশবাসীকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম পর্যায়ে ৩ কোটি মানুষকে এই ভ্যাকসিন দেওয়া হবে যাদের মধ্যে স্বাস্থ্য কর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধারা আছেন। পরবর্তী পর্যায়ে ৫০ ঊর্ধ্ব ব্যক্তি এবং কো–মরবিটি মানুষদের ভ্যাকসিন দেওয়া হবে।

আগামী ১৬ তারিখ থেকে ভ্যাকসিন দেওয়া হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঘোষণা করায় জয় বন্দ্যোপাধ্যায় জানান, গত ১২ অক্টোবর তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর বুঝতে পেরেছিলেন রোগটা কতটা মারাত্মক এবং কিভাবে মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। করোনা রোগ যে কতটা মারাত্মক সেটা আমি নিজে উপলব্ধি করতে পেরেছি, তার কারণ করোনা আক্রান্ত হওয়ার পর প্রায় ৩ মাস কেটে গেলেও এখনোও পর্যন্ত আমি সুস্থ হয়ে দলীয় কার্যাক্রমে অংশ নিতে পারিনি। তবে আজ প্রধানমন্ত্রীর ঘোষণায় অনেকটা স্বস্তি পেলাম শুধু আমি নয় দেশের সমস্ত মানুষ আজ নিশ্চিন্তে রাতে ঘুমাবেন। করোনা ভ্যাকসিনের দিন ঘোষণার জন্য এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান জয় বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *