আমাদের ভারত, ১১ জানুয়ারি: রাজ্যের বেহাল শিক্ষা ব্যবস্থা নিয়ে ফের সুর চড়াচ্ছে সিপিএমের ছাত্র সংগঠন। এবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাতে শূন্য পাওয়া মার্কশিট ধরাতে চলেছে তারা। বিকাশ ভবনে গিয়ে বিকল্প শিক্ষানীতির খসড়াও তুলে দেবে নেতৃত্ব। সেই লক্ষ্যেই আগামী ২৭শে হবে ভারতের ছাত্র ফেডারেশনের ডাকে বিকাশ ভবন অভিযান।
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের একটি রিপোর্ট তোলপাড় ফেলেছে রাজ্য-রাজনীতিতে। তাতে দাবি করা হয়েছে, এরাজ্যে ৮০০০ স্কুল বন্ধ হয়ে গিয়েছে। কোনও পড়ুয়া নেই ৩২৫৪টি স্কুলে। এমন ৬৩৬৬টি স্কুল আছে, যেখানে একজন মাত্র শিক্ষক। তার উপর শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন স্কুল মিশিয়ে দেওয়া হবে। ফলে ভবিষ্যতে স্কুলের সংখ্যা আরও কমতে চলেছে। রাজ্যের স্কুল শিক্ষার এমন কঙ্কালসার চেহারা সামনে আসায় কার্যত অস্বস্তির মুখে সরকার।
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ভারতের ছাত্র ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি প্রণয় কারজি জানান, কেন্দ্রের সমীক্ষায় বাংলা স্কুলছুটের সংখ্যা বেড়েছে। বিকল্প শিক্ষানীতির কথা বলা হয়েছে। প্রয়োজনে রাজ্যের শিক্ষা দফতর আলোচনায় বসুক। বিকল্প শিক্ষানীতি লাগু করা হোক।
সংগঠনের সম্পাদক দেবাঞ্জন দে বলেন, “স্কুল পরিচালনার জন্য অতিরিক্ত ফি নিচ্ছে, কারণ সরকার অনুদান দিচ্ছে না। সরকারি টাকা পরিকাঠামো উন্নয়নে খরচ হচ্ছে না। সেই টাকায় ছাত্র সপ্তাহ পালন করছে সরকার। মুখ্যমন্ত্রী পিকনিক করছেন। গায়ক-নায়ক নিয়ে মার্কশিট দিচ্ছেন।”