ছবি: ভাদু শেখ (ফাইল চিত্র)
আশিস মণ্ডল, রামপুরহাট, ২১ আগস্ট: এবার স্বামীর খুনিদের চিনতে পারলেন না নিহত তৃণমূল নেতা ভাদু শেখের স্ত্রী টেবিলা বিবি। এমনকি খুনের ঘটনা তিনি একদিন পর জানতে পারেন বলে সাক্ষ্য দিতে গিয়ে বিচারককে জানান টেবিলা। স্বামী কিসের ব্যবসা করতেন তাও জানতেন না টেবিলা। তবে খুনের রাতের সিসিটিভি ফুটেজ সিবিআইয়ের হাতে দেওয়ার কথা স্বীকার করেছেন ব্যবসায়ী সূর্য তেওয়ারি।
২০২২ সালের ২১ মার্চ রাত সাড়ে আটটা নাগাদ ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তৃণমূলের ভাদু শেখকে। খুনের পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ভাদুর সমর্থকরা গ্রামে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ। আগুনে পুড়ে মৃত্যু হয় এক নাবালিকা সহ মোট ১০ জনের। প্রথমে খুনের তদন্ত শুরু করে সিট। পরে উচ্চ আদালতের নির্দেশে তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে। তদন্তে নেমে প্রথমেই গ্রেফতার করে তৃণমূলের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেনকে। দু’বছর ধরে জাল গুটিয়ে আনে সিবিআই। ১২ আগস্ট থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এখনও পর্যন্ত ৬ জন মূল সাক্ষী তাদের বয়ান বদল করেছেন বলে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন। বুধবার নিহত ভাদু শেখের স্ত্রীও বয়ান বদল করায় মামলার ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
সিবিআই আইনজীবী পার্থ তপস্বী বলেন, “ঘটনার পর আমরা টেবিলা বিবিকে সিসিটিভির ফুটেজ দেখিয়েছিলাম। তিনি সবাইকে চিনতে পেরেছিলেন। প্রত্যেকের নাম বলেছিলাম, কিন্তু আদালতে দাঁড়িয়ে বলেছেন কাউকে চেনেন না। এমনকি তিনি খুনের খবর একদিন পরে জেনেছিলেন বলে আদালতকে জানিয়েছেন”।
পার্থবাবু বলেন, “দুই পক্ষের মধ্যে সমঝোতা করে নিয়েছেন। তাঁরা চাকরি পেয়ে গিয়েছেন। ফলে বিচার চেয়ে যারা আন্দোলন করেছিলেন তারাই আজ বয়ান বদলে দিচ্ছেন। তবে আমরা ন্যায্য বিচার দেওয়ার জন্য লড়াই চালিয়ে যাব”।