আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ আগস্ট: অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আর জি কর হাসপাতালে নির্যাতিতা ডাক্তার তরুণীর বাড়ি এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তিনি দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে নেমে সোজা চলে যান নির্যাতিতার পানিহাটির বাড়িতে। সেখানে পৌঁছে রাজ্যপাল বেশ কিছুক্ষণ ডাক্তার তরুণীর বাবা মায়ের সঙ্গে কথা বলেন।
এদিন তিনি নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “আমি দিল্লি থেকে ফিরে সরাসরি নির্যাতিতার বাবা মায়ের সাথে দেখা করতে এসেছিল। তাদের মনের অবস্থা বুঝতে পারছি। তারাও সামগ্রিক ঘটনা আমায় বলেছেন। আমি যা তথ্য পেয়েছি সেই সম্পর্কে খাম বন্ধ একটি চিঠি মুখ্যমন্ত্রীর জন্য তৈরি করবো, এবং তাকে পাঠিয়ে দেব।”
তবে এদিন সেই চিঠিতে কী লেখা থাকবে তাই নিয়ে কোনো কথা বলেননি রাজ্যপাল। এদিন কড়া নিরাপত্তার মধ্যে রাজ্যপাল নির্যাতিতার বাড়ি যান।