কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়নের জন্য প্রথম জমি কেনার কাজ শুরু হলো সোমবার। ঘাটাল শহরের ৯ নাম্বার ওয়ার্ডের শ্রীরামপুর মৌজাতে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা বৈঠক করলেন স্থানীয় মানুষজনের সঙ্গে। স্থানীয়রা জানিয়েছেন, উপযুক্ত মূল্য দিতে হবে জমির। শুধু তাই নয়, বাস্তু জমি নিলে পুরোটা নিতে হবে উপযুক্ত মূল্য দিয়ে। এছাড়াও যে দোকান ঘরগুলি আছে তার পুনর্বাসনের দাবি জানিয়েছেন দোকানের মালিকরা। এখানে ১২১ জন রায়তের থেকে প্রায় দুই একর জমি কেনা হবে। ১৩ জন কৃষক সম্মতি পত্রে স্বাক্ষর করেছেন।
উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অনিমেষ সিংহ রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশিস হুদাইত, ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা, স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা।
এই বিষয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশিস হুদাইত বলেন, কারো মুখের গ্রাস কেড়ে নেওয়া হবে না। আমাদের নেত্রীর লক্ষ্য মুখে অন্ন যোগানো। জমির মধ্যে কারো দোকান ঘর পড়লে তা আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে।
ঘাটাল মাস্টার প্ল্যানের বিভিন্ন পরিকল্পনার মধ্যে আছে পাঁচটি স্লুইস গেট পুনর্গঠন, পৌর এলাকায় দুটি পাম্প হাউস তৈরি হবে। শিলাবতী নদীর ওপরে রিটেনিং ওয়াল তৈরি হবে। এই বিষয়ে কমিটির সদস্যরা মানুষের কাছে যাবেন এবং জমির বিষয়ে কথা বলবেন। উপযুক্ত মূল্য দিয়ে জমি নেওয়ার বিষয়ে প্রশাসন আশাবাদী হলেও যতক্ষণ না জমি অধিগ্রহণ করে কাজ শুরু হচ্ছে ততক্ষণ কিছু জিজ্ঞাসা থেকে যায়। বর্তমান বাজার মূল্য অনুযায়ী জমির দাম ঠিক করা হবে কিনা, কিংবা দোকান ঘর পড়লে তার উপযুক্ত পুনর্বাসন পাওয়া যাবে কিনা এইসব বিষয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষজন। তবে মাস্টার প্ল্যান রূপায়ণের লক্ষ্যে প্রশাসনের আধিকারিক এবং জনপ্রতিনিধিরা এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলবেন এবং আলোচনার ভিত্তিতে সবকিছু ঠিক হবে বলে প্রশাসন সূত্র জানাগেছে।