Awas yojana, Kheerapai, ক্ষীরপাইয়ে পেট্রোল পাম্পের মালিকের স্ত্রী পেলেন আবাস যোজনার বাড়ি, শুরু বিতর্ক

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: পেট্রোল পাম্পের মালিক। রয়েছে নিজস্ব ব্যবসা। থাকেন কলকাতায়। আর সেই পেট্রোল পাম্প মালিকের স্ত্রী পেলেন আবাস যোজনার বাড়ি। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঘটনা।

জানাযায় ৯ নম্বর ওয়ার্ডের ঘাটাল- চন্দ্রকোনা রাজ্য সড়কের পাশেই গড়ে উঠেছে একটি বড় পেট্রোল পাম্প। আর সেই পেট্রোল পাম্পেই রয়েছে একটি আবাস যোজনার বাড়ি। আবাস যোজনা প্রাপক জোৎস্না পান, তিনি পেট্রোল পাম্প মালিক প্রভাত পানের স্ত্রী। আর এতেই শুরু হয়েছে গুঞ্জন। শাসক দলের ভয়ে কেউ কিছু ক্যামেরার সামনে না বললেও বিষয়টি নিয়ে মুখ খুলেছে বিরোধী দল বিজেপি। তাদের দাবি, পৌর চেয়ারম্যান দুর্গা শঙ্কর পানের ঘনিষ্ট হওয়ার জন্য, পাম্প মালিক ও ব্যবসা থাকতেও পেলেন সরকারি বাড়ি।

তবে প্রভাত পানের সাফাই, আমার মাটির বাড়ি রয়েছে। আমি কলকাতার বাসিন্দা হলেও স্ত্রীর এখানে ভোটার কার্ড রয়েছে। তাই আমি বাড়ি পেয়েছি।

বাড়ির কাজ শেষ, তবুও পৌর চেয়ারম্যানের আজব সাফাই, উনার দুটি কিস্তির টাকা বাকি রয়েছে। বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।

আর বিরোধী দল বিজেপি তীব্রভাবে কটাক্ষ করল তৃণমূল পরিচালিত পৌর সভাকে। এলাকার বিজেপি নেতা কার্তিক সরেন বলেন, উপযুক্ত ব্যক্তিরা এই পৌরসভায় বাড়ি পাচ্ছে না। বাড়ি পাচ্ছে নেতাদের ও কাউন্সিলরদের পরিচিতরা। তবে যাই হোক এই ঘটনায় শুরু হয়েছে জোর গুঞ্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *