করোনার নয়া স্ট্রেন সুপার স্প্রেডার, প্রয়োজনের চেয়ে বেশি সতর্ক থাকতে হবে: নীতি আয়োগ

আমাদের ভারত, ২৩ ডিসেম্বর: এখনো পর্যন্ত ভারতে করোনার নতুন স্ট্রেনের খোঁজ না পাওয়া গেলেও সব রকম ভাবে সতর্ক থাকার কথা বললেন নীতি আয়োগের সদস্যডক্টর ভি কে পল। তিনি বলেছেন ভারতের দৈনিক সংক্রমণের হার কমেছে। সক্রিয় রোগীর সংখ্যা ৩ শতাংশের নিচে নেমেছে। কোভিড কার্ভ নিম্নমুখী। কিন্তু এই পরিস্থিতিতে করোনার সুপার স্প্রেডার স্ট্রেন যদি ছড়িয়ে পড়ে তাহলে বিপদ বাড়বে।

পল বলেছেন এখন ভারতে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। অন্যান্য দেশের তুলনায় ভারতের মৃত্যুহারও কম। গত কয়েক সপ্তাহে ধারাবাহিকভাবে সংক্রমণের হার কমেছে। এটি ভালো দিক, ফলে এটাকে বজায় রাখার জন্য বিশেষ সতর্কতার প্রয়োজন।

প্রসঙ্গত , সেপ্টেম্বর মাসে ব্রিটেনের দক্ষিণ-পূর্বে করোনা ভাইরাসের এক নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে। এখন তা লাগামছাড়া ভাবে গোটা ব্রিটেনে ছড়িয়ে পড়েছে। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে অক্টোবারের ৫০%করোনা রোগীর শরীরে এই নতুন স্ট্রেইন খুঁজে পাওয়া গেছে। ব্রিটেন থেকে এই নয়া স্ট্রেন আরোও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে বলে খবর। অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, বেলজিয়ামের মত দেশে এই নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলছেন এই নতুন স্ট্রেন ৭০% দ্রুতগতিতে সংক্রমণ ছড়ানোর ক্ষমতা রাখে। এতদিন করোনার যে সমস্ত শ্রেনীর খোঁজ পাওয়া যাচ্ছিল তাদের থেকে এটি অনেক তাড়াতাড়ি বিভাজিত হয়ে মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে। অর্থাৎ স্ট্রেনের ছড়িয়ে পড়ার হার সাংঘাতিক। আর সেই জন্যেই বিজ্ঞানীরা একে সুপার স্প্রেডার বলছে।

ফলে ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে এই ভাইরাসটি ছড়িয়ে পড়লে সংক্রমণ আর রোখা যাবে না। করোনা রোগীর সংখ্যা একেবারে লাগামছাড়া হয়ে যেতে পারে। এছাড়াও এই স্ট্রেন এমনভাবে জিনের বিন্যাস বদলাচ্ছে যে ভাইরাসের আরটিপিসিআর টেস্টেও ধরা পড়ার সম্ভাবনা কম।

তাই প্রয়োজনের থেকে অনেক বেশি সতর্ক থাকতে হবে দেশবাসীকে। কোনভাবেই যাতে নতুন স্ট্রেইন ভারতে না ঢোকে তা গুরুত্ব দিয়ে দেখতে হবে। ইতিমধ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের সাথে সমস্ত বিমান চলাচল বন্ধ রেখেছে কেন্দ্র সরকার। কাল পর্যন্ত ভারতে ব্রিটেনে ফেরত অন্তত ২০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তারমধ্যে কলকাতার ২ জন রয়েছেন।রফিক লন্ডন থেকে ফিরেছেন। ব্রিটেনের ফেরত সমস্ত যাত্রীকে কোরেনটাইনে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *