আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৩ ডিসেম্বর: বেশ কিছুদিন ধরে সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার শিকার হচ্ছিলেন মৎস্যজীবীরা। গত কয়েকমাসে অন্তত কুড়িজন মৎস্যজীবী বাঘের হামলার কবলে পড়েছেন। কিছুতেই বাঘের হামলার ঘটনা কমানো যাচ্ছিল না। আর সেই কারণেই সুন্দরবনের হরিখালি জঙ্গলে খাঁচা পেতে বাঘ ধরল বন দফতর।
বন দফতরের দাবি, খাঁচায় ধরা পড়া বাঘটিই মৎস্যজীবীদের নিজের শিকার বানাচ্ছিল। আনুমানিক আট বছর বয়স এই বাঘিনীর। বাঘিনীকে প্রাথমিক পরীক্ষা করে বন দফতরের দাবি, তার মূল শিকার ধরার দাঁত যথেষ্ট ক্ষয়ে গিয়েছে। ফলে জঙ্গলের মধ্যে শিকার ধরতে অসুবিধা হচ্ছিল। আর সেই কারণেই নদীর পাড়ে বসে মৎস্যজীবীদের নিজের শিকার বানাচ্ছিল এই বাঘিনী। মঙ্গলবার খাঁচা পেতে একে ধরা হয়। বুধবার সন্ধ্যেয় একে নিয়ে আসা হচ্ছে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে।
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর তাপস দাস বলেন, “গত কয়েকমাসে হরিখালি, পিরখালি এলাকায় বেশ কিছু মৎস্যজীবী বাঘের আক্রমণের শিকার হয়েছেন। সেই কারণেই আমরা খাঁচা পাতার পরিকল্পনা করি। একটি পূর্ণ বয়স্ক বাঘিনী ধরা পড়েছে তাতে।” আদৌ এরপর মৎস্যজীবীদের উপর বাঘের আক্রমণ কমবে কিনা তা নিশ্চিত নয় বন দফতর। বন দফতরের দাবি মৎস্যজীবীরা নদী ছেড়ে জঙ্গলে নামলে বাঘের হামলার মুখে পড়তে পারেন। জঙ্গলে নেমে মাছ, কাঁকড়া ধরার কোনও অনুমতি নেই মৎস্যজীবীদের বলে জানিয়েছে বন দফতর।