আমাদের ভারত, ব্যারাকপুর, ৪ জুন: দিন দিন কল্যাণী এক্সপ্রেসওয়েতে বাড়ছে গাড়ির সংখ্যা। গতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনাও। যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ব্যারাকপুর কমিশনারেটের শীর্ষ কর্তারা। দুর্ঘটনা রুখতে একাধিক কর্মসূচি নিলেও কিছুতেই গাড়ির গতিতে রাশ টানা যাচ্ছে না।
আজ শিবদাসপুর থানার সামনে অত্যাধুনিক দুটি আয়না লাগালো কমিশনারেটরের ট্রাফিক বিভাগ। যাতে অনেক দূর থেকেই রাস্তায় গাড়ির উপর নজরদারি করা যায়। অত্যাধুনিক আয়নাগুলির উদ্বোধন করতে পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর ডি সি নর্থ গণেশ বিশ্বাস ও অন্যান্য পদাধিকারীরা।
গাড়ির গতি রুখতে পুলিশ কমিশনার বলেন, একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো হবে গোটা হাইওয়েজুড়ে। কিভাবে দুর্ঘটনা রোখা যাবে সে বিষয়ে পুলিশ একাধিক পদক্ষেপ করতে চলেছে আগামী দিনে।