Awareness, West Midnapur, বাল্যবিবাহ রোধে সচেতনতা অনুষ্ঠান পশ্চিম মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ ফেব্রুয়ারি: জেলা থেকে বাল্যবিবাহ নামক সামাজিক অবক্ষয় মুছে ফেলতে বদ্ধপরিকর পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। বাল্যবিবাহ রোধ করতে এবং এই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও জনমত গঠনের উদ্দেশ্যে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিশু সুরক্ষা ইউনিট (সমাজ কল্যাণ দপ্তর)- এর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার পড়ুয়া এবং সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০:৩০ টায় জেলাশাসকের কার্যালয় থেকে এই বিশেষ অনুষ্ঠান “আমরা করবো জয়”- এর শুভ সূচনা হয়।

পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন। বাল্যবিবাহ রোধ করার শপথ নিয়ে তৈরি হয় মানববন্ধন। জেলাশাসকের কার্যালয় থেকে মেদিনীপুর শহরের কেরানিতলা মোড় পর্যন্ত একটি সচেতনতামূলক পদযাত্রারও আয়োজন করা হয়। পদযাত্রায় অংশ নেন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন), অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত), জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মহকুমা শাসক, মেদিনীপুর সদর, জেলা শিশু সুরক্ষা আধিকারিক এবং অন্যান্য দপ্তরের আধিকারিক এবং কন্যাশ্রী মেয়েরা।

এদিন জেলাশাসকের কার্যালয়ের এসএইচজি হলে পড়ুয়াদের সঙ্গে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়। এই আলোচনায় অংশ নেন জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, চিকিৎসক, সমাজকর্মী, শিক্ষক, পুরোহিত, মৌলবি, চার্চের যাজক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। এদিন যে সমস্ত কন্যাশ্রীরা নিজেরা নিজেদের বাল্যবিবাহ আটকে নজির সৃষ্টি করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের অভিনন্দন জানানো হয় এবং তাঁদের হাতে উপহার তুলে দেওয়া হয়। বাল্যবিবাহ রোধ করতে এবং এর বিরুদ্ধে জনমত গঠনে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও অনুষ্ঠানে তুলে ধরা হয়। জেলাশাসক আগামী দিনে ছাত্রীদের উজ্জ্বল মানুষ হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *