Tathagata, Kumbho, মহাকুম্ভর গুরুত্ব নিয়ে মন্তব্য তথাগত রায়ের

আমাদের ভারত, ২৮ ফেব্রুয়ারি: মহাকুম্ভের বিশালত্ব জেনে অনেকের চোখ কপালে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মহাকুম্ভের দৌলতে ফুলে ফেঁপে উঠবে উত্তরপ্রদেশের অর্থনীতি। শুক্রবার মহাকুম্ভ নিয়ে এক্সবার্তায় মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি লিখেছেন, “মহাকুম্ভের পবিত্র স্নানের জন্য ৪৫ দিন ধরে প্রায় ৬২ কোটি মানুষের সমাবেশের অর্থ কেবল একটিই: হিন্দুত্বই এই জাতির জন্য সব কিছু। যদি হিন্দুত্ব চলে যায়, তাহলে সব কিছুই চলে যায়। হিন্দুত্বকে আলিঙ্গন করুন এবং আপনি দেশকে রক্ষা করবেন এবং এগিয়ে নিয়ে যাবেন।”

প্রসঙ্গত, মহাশিবরাত্রিতে শেষ হয়েছে প্রয়াগের মহাকুম্ভ। গত কয়েক দশকে প্রয়াগরাজে জনসমাগম হার ছাড়িয়েছে সব জমায়তকে। ওই বিপুল সংখ্যাক মানুষকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।একাধিকবার অগ্নিকাণ্ড, একবার পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে অনেকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *