Mamata, NIA ভূপতিনগরে এনআইএ–এর উপর হামলা, মমতার প্রশ্ন, পুলিশকে জানায়নি কেন

আমাদের ভারত, ৬ এপ্রিল: ভূপতিনগরে এনআইএর গাড়িতে হামলার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, মধ্যরাতে কেন অভিযান?“

ভোটের আগে বিজেপি এনআইএ-সহ কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নিজের স্বার্থে ব্যবহার করছে, এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভোটের আগে কেন গ্রেফতার? সব ভোট ম্যানেজারদের গ্রেফতার করে ভোটে জিতবে? কী অধিকার আছে এনআইএর? বিজেপি যে নোংর খেলা খেলছে তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব সারা দেশে।’’

কেন্দ্রীয় এজেন্সির কাচ ভাঙ্গা গাড়ি। সামনে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী। পথ আগলে রাস্তায় বসে মহিলারা। আবার কেউবা দাঁড়িয়ে। তাঁদের হাতে বাঁশ, লাঠিসোটা। শনিবার সাতসকালে এই ছবি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের। যা ফেরাল সন্দেশখালির স্মৃতি। প্রায় একই কায়দায় মারমুখী মহিলা ব্রিগেডের হামলার শিকার হল কেন্দ্রীয় এজেন্সি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *