Tarun Jyoti, Atal Bihari Vajpayee অটল বিহারি বাজপেয়ী এবং সুশাসন দিবস স্মরণ তরুণজ্যোতির

আমাদের ভারত, ২৫ ডিসেম্বর: প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর শায়রীর উক্তি-সহ তাঁকে শ্রদ্ধা জানালেন রাজ্য যুব জনতা মোর্চার সহ সভাপতি তরুণজ্যোতি তিওয়ারি।

তরুণজ্যোতি এক্সবার্তায় লিখেছেন, “দাঁওঁ পার সব কিছু লাগা হে, রুক নেহি সাকতে, টুট সাকতে হ্যাঁ মাগার হাম ঝুক নেহি সাকতে।” — শ্রদ্ধেয় শ্রী অটল বিহারি বাজপেয়ী

ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন এবং এক অনন্য রাজনৈতিক ও কাব্যিক ব্যক্তিত্ব, স্বর্গীয় শ্রী অটল বিহারি বাজপেয়ী মহাশয়ের ১০০তম জন্মদিনে তাঁকে জানাই কোটি কোটি প্রণাম।

তাঁর ঐতিহাসিক অবদানের মধ্যে উল্লেখযোগ্য:
– সর্বশিক্ষা অভিযান, যা শিক্ষাকে সবার কাছে পৌঁছে দিয়েছে।
– অর্থনৈতিক সংস্কার, যা দেশের অর্থনীতিকে মজবুত ভিত্তি দিয়েছে।
– টেলিকম বিপ্লব, যা আজকের ডিজিটাল যুগের রূপরেখা তৈরি করেছে।
– সড়ক উন্নয়ন ও সোনালী চতুষ্কোণ প্রকল্প, যা যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে।
– পরমাণু শক্তিধর ভারত, যার মধ্যে পোখরান পরীক্ষার সাহসী পদক্ষেপ রয়েছে।
– কার্গিল যুদ্ধ-এ সাহসী নেতৃত্ব এবং বৈজ্ঞানিক ও পরিকাঠামোগত উন্নয়ন, যা দেশের অগ্রগতির দিশা দেখিয়েছে।

তাঁর শাসনামলে গৃহীত সিদ্ধান্ত এবং অনুপ্রেরণামূলক নেতৃত্ব ভারতকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। ২০১৪ সাল থেকে, তাঁর জন্মদিনটি ‘Good Governance Day’ হিসাবে পালিত হচ্ছে, যা সুশাসনের প্রতিশ্রুতির প্রতি আমাদের অঙ্গীকারকে দৃঢ় করে।

আজকের দিনে, এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তাঁর দেখানো পথ অনুসরণ করার সংকল্প করি। সকলকে Good Governance Day-এর আন্তরিক শুভেচ্ছা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *