আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ মে: দলীয় প্রার্থীর সমর্থনে সভায় যোগ দেবার কারণে এক বিজেপি সমর্থক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠল জেটিয়া থানার হালিশহর দিঘির পাড় এলাকায়। অভিযোগ, কাঁপা-চাকলা গ্রাম পঞ্চায়েতের চাকলা দোলতলার বাসিন্দা ৪৪ বছরের কিসমত আলিকে গত ৩০ এপ্রিল দুপুরে বাইক থামিয়ে পিস্তলের বাঁট দিয়ে পেটায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার পর থেকে আতঙ্কে ওই বিজেপি সমর্থকের পরিবার। বৃহস্পতিবার আক্রান্তের বাড়িতে আসেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তাঁর অভিযোগ, থানা অভিযোগ নিতে চায়নি। উল্টে আক্রান্ত ব্যক্তিকেই ধমক দিয়েছে।
বিজেপি প্রার্থী বলেন, জেটিয়া থানার ওসি এবং এসিপির বিরুদ্ধে বরখাস্তের দাবি জানিয়ে তিনি নির্বাচন কমিশনে নালিশ জানাবেন। তাঁর দাবি, তৃণমূল প্রার্থী গুন্ডারাজ খতমের দাবি করছেন। উল্টে তৃণমূলের গুন্ডা বাহিনী মারধর করছে। গুন্ডারাজ একদিন ওনাকেই শেষ করে দেবে।
আক্রান্ত কিসমত আলি জানান, গত ২৮ এপ্রিল রাতে হালিশহর জেটিয়া নান্না কালী মন্দিরের কাছে বিজেপির পথ সভায় গিয়েছিলাম। সেই কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ল্যাংরা বাবন, রাজ, বাপি, রাজু-সহ ১৫-২০ তাঁকে ঘিরে ধরে মেরেছে। তাঁর অভিযোগ, থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি। তবে এদিন তাঁর বাড়িতে বিজেপি প্রার্থী এসে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।