Samyapriya Guru, Madhyamik, পুরুলিয়ার মান রাখল মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী সাম্যপ্রিয় গুরু

সাথী দাস, পুরুলিয়া, ২ মে: মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় স্থান অর্জন করে শিক্ষা ক্ষেত্রে পুরুলিয়া জেলার মান রাখল জেলা স্কুলের পরীক্ষার্থী সাম্য প্রিয় গুরু। ৬৯২ পেয়ে মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয়। বোর্ড থেকে নাম ঘোষণা হতেই খুশির আবহ শুরু হয় তার বাড়িতে।

শুভানুধ্যায়ী, প্রতিবেশী, পরিজনদের ভিড় থাকলেও মিতভাষী সাম্য জানাল চিকিৎসক হতে চাইছে সে। যদিও প্রিয় বিষয় পদার্থ বিদ্যা। ক্রীড়া চর্চা সমান তালে চালায় সে। ক্রিকেট খেলা দেখতে ও খেলতে ভালো লাগে তার। বাবা সুনীতি প্রিয় গুরু পুরুলিয়া জেলা স্কুলেরই বাংলা বিষয়ের শিক্ষক। মা অর্পিতা গুরু গোবিন্দপুর হাই স্কুলের ভূগোল বিষয়ের শিক্ষিকা। পুরুলিয়ার নিতুরিয়ার বারুই পাড়া এলাকায় আদি বাড়ি। বর্তমানে পুরুলিয়া শহরের ২৩ নম্বর ওয়ার্ডের লোকনাথ পল্লীর বাসিন্দা। সাম্যরা এক ভাই বোন। ছোট থেকেই পড়াশোনায় ভালো সে। পদার্থ বিদ্যা, ইতিহাস, ভূগোল বিষয়ে ১০০ নম্বর, বাংলায় ৯৯, গণিতে ৯৯, ইংরেজিতে ৯৫ নম্বর পেয়েছে সে। স্কুলের অবদান এবং গৃহ শিক্ষকের ভূমিকা নিয়েও কৃতজ্ঞতা প্রকাশ করে সাম্য।

তার স্কুলের ক্রীড়া শিক্ষক নুরুদ্দিন হালদার বলেন, সাম্য প্রিয় খেলাধুলায় খুব ভালো। ক্রিকেট তো খুব ভালো খেলে। সাথে দাবাটাও খুব ভালো খেলে। দাবাতে বেঙ্গলে খেলায় সুযোগ পেয়েছিল। কবিতা লেখা, তাৎক্ষণিক বক্তৃতা দেওয়া এবং সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে তার অসামান্য অভিজ্ঞতা আছে। সে অর্থে সাম্য প্রিয় কমপ্লিট ছাত্র। অলরাউন্ডার। ওর এই সাফল্যে আমাদের বিদ্যালয় গর্বিত। আগামী ছাত্রদের কাছে ও পথপ্রদর্শক হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *