স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ জুন: ফেসবুকে ভাইরাল সুদীপ্তা বিশ্বাস। এখন তাকে সবাই চেনে আমরেলা দিদি নামে। কেমন আছে সে?
তার জীবন শুধু নয় তার পরিবারের জীবন বর্তমানে দুর্বিসহ হয়ে উঠেছে। বাড়ি থেকে কোথাও বের হওয়া দায় হয়ে পড়েছে মেয়েটির এবং তার পরিবারের। ফলে কার্যত সুসাইড করতে চেষ্টা করেছিলেন মেয়েটি ৩ বার। পরিবারের সদস্যরা তাকে কোনো মতে বাধা দিতে সক্ষম হয়েছে।এখন মেয়েটি বাঁচবে না মরবে তা নিয়েও পরিবারের সদস্যরা আশঙ্কায় দিন কাটাচ্ছে। তাদের পাশে এসে দাড়িয়েছে নদিয়া জেলা মতুয়া সংঘ।
মতুয়া সংঘের সম্পাদক জয় মিত্র বলেন, আমরা মতুয়া সংঘের পক্ষ থেকে মেয়েটির সঙ্গে আছি। পাশাপাশি তিনি আরও জানান, যে ইউটিউবার এই ফুটেজটি ভাইরাল করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সুদীপ্তার বাবা জানান, “যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা আমাদের পরিবারের ক্ষেত্রে খুবই যন্ত্রণাদায়ক। আমার মেয়েকে ঐ ইউটিউবের সাংবাদিক আমরেলা বানান জিজ্ঞেস করেছিল, আমব্রেলা বানান জানতে চায়নি তাই স্বাভাবিকভাবেই সে আমরেলা বানান বলেছিল। আমার মেয়ে তিনবার সুসাইড করতে গেছে কিন্তু যেহেতু আমরা সবসময় ওর পাশে ছিলাম সেহেতু ও সুইসাইড করতে পারেনি। মেয়ের মা ছুটে গিয়ে ঠেকিয়েছে। আমরা নিজেরা রাস্তাঘাটে বের হতে পারছি না। যেসব বিশ্রী বিশ্রী কথা বলছে তা সহ্য করা যাচ্ছে না। এমতাবস্থায় আমরা চাই এ ধরনের মন্তব্য যেন বন্ধ হয়। নিজেদের আত্মীয় থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী যারা যারা এগুলো দেখছে তারাই আমাদের সম্বন্ধে বিরূপ মন্তব্য করছে। যেসব সাংবাদিক বা পোর্টালগুলো এই ধরনের মন্তব্যগুলো রটাচ্ছে তাদের এখান থেকে বেরিয়ে আসা উচিত। আমরা যেন আমাদের মেয়েকে নিয়ে সুস্থভাবে বাঁচতে পারি তার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি।”