স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ জুন: আবহাওয়া দপ্তরের কথা মতো দক্ষিণ বঙ্গে বর্ষা দেখা দিয়েছে। তবে সেই ভাবে বৃষ্টি না হলেও কখনো সকাল কখনো রাতে হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। আর তাতেই ভাগীরথীর তীরবর্তী এলাকায় বসবাস করা মানুষগুলো যাদের চাষের জমি আছে তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
হরিপুর অঞ্চলের চৌধুরী পাড়া থেকে নতুন পাড়া এলাকায় গঙ্গার ভাঙ্গন শুরু হয়েছে। রোদ ঝলমলে আকাশের মধ্যে যতটুকু বৃষ্টি ঝড়ছে মাটিতে তাতেই ভাঙ্গন শুরু চৌধুরী পাড়ার গঙ্গার পাড় । নদিয়া জেলা সেচ দপ্তর কালো বস্তা দিয়ে লম্বা করে বস্তা ফেলে ভাঙ্গন রোধ করতে সচেষ্ট হয়েছে। আর মাত্র আধ কিলোমিটার বাকি তাতেই ভাঙ্গন শুরু, হাত পাঁচেক দূরে চাষের জমি।ভাগীরথীর পাড়েই চৌধুরী পাড়া, কালনা ফেরিঘাটের রাস্তা। বর্ষা ঠিক মতো শুরু হলে রাস্তাটাও শেষ হয়ে যাবে, চিন্তা করছে পথ চলতি মানুষ। আর তাঁরই পার্শ্ববর্তী হালদার পাড়ার নতুন গ্ৰামে চাষের জমি ভাঙ্গন থেকে তিন হাত বাকি আছে।
পাটচাষ করা দুই চাষী বলছেন, সরকার যদি একটু দৃষ্টি দেয় আমরা তাহলে একটু বাঁচবো। এবছর খুব চিন্তায় আছি। তবে অনেকটাই স্বস্তি দিচ্ছেন হরিপুর অঞ্চলের পঞ্চায়েত প্রধান শোভা মন্ডল সরকার। তিনি বলেন, বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী পরিদর্শনে এসেছিলেন, একটা গণস্বাক্ষর করে অভিযোগ তাঁকে জমা দিতে বলেছেন। খুব শিগগিরই কাজ শুরু হবে।