Amit Shah, Ram Prasad Bismil, রামপ্রসাদ বিসমিলকে শ্রদ্ধা অমিত শাহর

আমাদের ভারত, ১১ জুন: “মহান স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী লেখক এবং স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণার উৎস, অমর শহিদ রাম প্রসাদ বিসমিলজি-র জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।” বুধবার এই ভাষায় বিপ্লবীকে শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিতবাবু লিখেছেন, “বিসমিলজির আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রাখার জন্য পথ দেখিয়ে যাবে। তাঁর অনুপ্রেরণামূলক কবিতা এবং গান স্বাধীনতা সংগ্রামের কণ্ঠস্বর হয়ে ওঠে।

রাম প্রসাদ বিসমিলজি তাঁর শক্তিশালী গান ও রচনার মাধ্যমে স্বাধীনতা আন্দোলনের জন্য যুবসমাজকে সংগঠিত করেছিলেন। কাকোরি ট্রেন অভিযানের মতো সাহসী কর্মকাণ্ডের মাধ্যমে বিদেশী শাসনের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *