আমাদের ভারত, ১১ জুন: “গোটা পশ্চিমবঙ্গজুড়ে সিন্ডিকেটের মাধ্যমে বাংলার গৃহবধূদের দুবাইয়ে নিয়ে গিয়ে যৌ*নদাসী বানানো হচ্ছে।” বুধবার এক্সবার্তায় এই অভিযোগ আনল রাজ্য বিজেপি।
দলের প্রচার শাখাপ্রধান তুষারকান্তি ঘোষ এর পাশাপাশি লিখেছেন, “মোটা টাকার লোভে বাংলার মেয়েরা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছে অন্য দেশে, যেখানে তাদের যৌ*ন কাজে ব্যবহার করা হচ্ছে।
এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। হিসেব বলছে যে পশ্চিমবঙ্গ নাবালিকাদের গর্ভবতী হওয়ার নিরিখে কিংবা বাল্যবিবাহে এগিয়ে। এখানে যেহেতু কোনো উপার্জনের রাস্তায় নেই, তাই এমনভাবে বাঙালি মেয়েদের নিজেদের শেষ করে দিতে হচ্ছে! আর চুপচাপ দেখছেন বাংলা বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়।”