Amit Shah, Sahajananda Saraswati, “জাতি গঠনে নির্ণায়ক ভূমিকা নিয়েছিলেন”, সহজানন্দ সরস্বতীকে শ্রদ্ধা শাহর

আমাদের ভারত, ২২ ফেব্রুয়ারি: স্বামী সহজানন্দ সরস্বতীকে শ্রদ্ধা জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার অমিতবাবু এক্সবার্তায় লিখেছেন, “আমি মহান চিন্তাবিদ, কর্মযোগী স্বামী সহজানন্দ সরস্বতী’জিকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি এবং তাঁকে শ্রদ্ধা জানাই। স্বামী সহজানন্দ সরস্বতী’জি, যিনি সন্ন্যাসী হিসেবে জাতি গঠনে নির্ণায়ক ভূমিকা পালন করেছিলেন, সমাজের বঞ্চিত ও শোষিত অংশগুলির উন্নতির জন্য তিনি সারাজীবন নিবেদিত ছিলেন। কৃষক কল্যাণ ও সমাজ সংস্কারের দিকনির্দেশনায় স্বামীজির জীবন সবসময় পথপ্রদর্শক হয়ে থাকবে।”

প্রসঙ্গত, সহজানন্দ সরস্বতী (২২ ফেব্রুয়ারি ১৮৮৯– ২৬ জুন ১৯৫০) ছিলেন তপস্বী, ছিলেন প্রখ্যাত লেখক, সমাজ সংস্কারক, বিপ্লবী এবং জাতীয়তাবাদী ও কৃষক নেতা। প্রাথমিকভাবে তাঁর সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড মূলত বিহারে কেন্দ্রীভূত ছিল। ধীরে ধীরে সর্বভারতীয় কিষাণ সভাগঠনের মাধ্যমে ভারতের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। একটি আশ্রম স্থাপন করে জীবনের শেষভাগে সেখান থেকেই তাঁর বেশিরভাগ কাজ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *