আমাদের ভারত, ২৬ ফেব্রুয়ারি: “গতিশীল চিন্তাবিদ, জাতীয়তাবাদী চিন্তাবিদ এবং মহান স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকরজিকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।” বুধবার এই ভাষায় তাঁকে শ্রদ্ধা জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভিডিও-সহ অমিতবাবু লিখেছেন, “মাতৃভূমি, স্ব-সংস্কৃতি এবং জাতির জন্য সর্বপ্রথম ত্যাগ ও উৎসর্গের শিখরে পৌঁছানো যায় কিভাবে, তিনি তাঁর জীবনের মাধ্যমে বলেছিলেন। জাতপাতের বাধা থেকে সমাজকে মুক্ত করে জাতীয় ঐক্যের মজবুত ভিত্তি স্থাপন করেছিলেন। তাঁর জীবনকাহিনী মাতৃভূমির সেবার পথে মেরু নক্ষত্রের মতো অনুপ্রেরণা জোগাবে।”
প্রসঙ্গত, বিনায়ক দামোদর সাভারকর (মে ২৮, ১৮৮৩- ফেব্রুয়ারি ২৬, ১৯৬৬) অভিনব ভারত সোসাইটি প্রতিষ্ঠা করেন। তিনি হিন্দু মহাসভার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ইতিহাস বিখ্যাত নাসিক ষড়যন্ত্র মামলার দ্বিতীয় পর্যায়ে অভিযুক্ত করা হয়েছিল সাভারকরকে। তাঁর বিরুদ্ধে বিপ্লবীদের ব্রাউনিং পিস্তল সরবরাহ করার অভিযোগ ওঠে। ১৯১১ সালের ৩০ জানুয়ারি মামলার চূড়ান্ত বিচারে দীর্ঘ ২৫ বছর সশ্রম কারাবাস হয় তাঁর।