Amit Shah, Mamata, “বাংলা এখন মৌল মাদ্রাসা মাফিয়ার ভূমিতে পরিণত হয়েছে”, ভোট প্রচারে এসে তৃণমূল সরকারকে তোপ শাহের

আমাদের ভারত, ১৫ মে: নির্বাচনী প্রচারে এসে আবারো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তিনি যেমন দুর্নীতির প্রসঙ্গে বলতে গিয়ে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছবিকে টেনে আনলেন। তেমনি অভিযোগের সুরে বললেন, বাংলা এখন মৌল মাদ্রাসা ও মাফিয়ার ভূমিতে পরিণত হয়েছে।

তৃণমূল কংগ্রেসের মা মাটি মানুষ স্লোগানকে কটাক্ষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলা এখন মৌল মাদ্রাসা আর মাফিয়ার ভূমিতে পরিণত হয়েছে। অনুপ্রবেশের প্রশ্নেও কড়া বার্তা দিয়েছেন অমিত শাহ। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না উল্লেখ করে তিনি বলেন, আমি “মমতা দিদি এবং আপনার ভাইপোকে বলে যাচ্ছি, আপনি যতই চিৎকার করুন, সিএ এ লাগু হবেই”। সন্ত্রাসবাদীদের প্রসঙ্গ টেনে এনে অমিত শাহ বলেন, কাশ্মীরে এখন আর অশান্তি হয় না, লাখো লাখো মানুষ সেখানে ঘুরতে যায়। এটাই মোদীর সাফল্য। ক্ষমতায় এলে পাক অধিকৃত কাশ্মীরও পুনরুদ্ধার হবে বলেও দাবি করেছেন অমিত শাহ।

রাজ্যের পাহাড় প্রমাণ দুর্নীতি বোঝাতে শাহ টেনে আনেন বিশ্ব বিখ্যাত বাঙালি পরিচালক প্রয়াত সত্যজিৎ রায়ের প্রসঙ্গ। শ্রীরামপুর লোকসভায় বিজেপি প্রার্থী কবি শংকর বোসের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ কটাক্ষ করে বলেন, সত্যজিৎ রায় বেঁচে থাকলে হীরক রাণীর দেশে সিনেমা বানাতেন। তাঁর কথায়, সত্যজিৎ রায় হীরক রাজার দেশে সিনেমা তৈরি করেছিলেন। সেই সিনেমা খুবই জনপ্রিয় হয়েছিল। উনি বেঁচে থাকলে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব দেখলে হীরক রাজার দেশের পরিবর্তে হীরক রানীর দেশ বানাতেন। কারণ মমতা হীরক রানী।

রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতির প্রসঙ্গ টেনে এনে সরব হয়েছেন তিনি। শাহ বলেছেন, মোদীর নীতি হলো দুর্নীতিমুক্ত দেশ গড়া। তাই দুর্নীতি গ্রস্তদের জেলে যেতেই হবে। কাউকে রেয়াত করা হবে না। কেউ বাঁচবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্তদের আড়াল করছেন বলে অভিযোগ করেছেন অমিত শাহ। তিনি বলেন, কাউকে লুকোতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আঁচলে লুকিয়ে নিলেও দুর্নীতিগ্রস্তদের জেলে ঢোকাবোই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *