দলীয় কর্মসূচিতে ঐক্যের ছবি তুলে ধরতে দিলীপ ঘোষ, মুকুল রায়দের কড়া নির্দেশ অমিত শাহর

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৬ জানুয়ারি:
বঙ্গের দলীয় কর্মসূচিতে ঐক্য স্থাপনের নির্দেশ দিলেন অমিত শাহ। শুক্রবার দিল্লিতে বৈঠকে দিলীপ ঘোষ, মুকুল রায়দের এই নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল দিল্লিতে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকেই দলীয় কর্মসূচিতে ঐক্যের উপর জোর দেন তিনি।

অমিত শাহ মনে করছেন বঙ্গ বিজেপির কর্মসূচিতে ঐক্য থাকছে না। যা দলকে প্রকাশ্যে বিরম্বনায় ফেলছে। আর তাতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আগামীতে তা বন্ধ করার জন্যই দলীয় কর্মসূচিতে সময়ের উপর জোর দিলেন অমিত শাহ।

সোমবার টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে রাজ্য বিজেপির একটি মিছিল রয়েছে। যে মিছিলে দলীয় নেতাদের ঐক্যবদ্ধভাবে হাঁটার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। মিছিলের মূল মুখ শোভন চ্যাটার্জি ও বৈশাখী ব্যানার্জি হলেও রাজ্য বিজেপি নেতাদের সবাইকেই মিছিলে যাওয়ার কথা বলা হয়েছে। তবে কেন্দ্রীয় বিজেপি নেতারা এই মিছিলে থাকবে না বলে এখনো পর্যন্ত দলীয় সূত্রে খবর। মিছিলে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে থাকতে বলা হয়েছে। অমিত শাহ চাইছেন সোমবারের এই মিছিল থেকেই বঙ্গ বিজেপির ঐক্য ফুঁটে উঠুক।

প্রসঙ্গত, এর আগেও অমিত শাহ অনেকবার বঙ্গ বিজেপির ঐক্য তুলে ধরার নির্দেশ দিয়েছেন। তাতে বিশেষ কিছু কাজ হয়নি। এখন দেখার দিল্লিতে শুক্রবারের বৈঠকে অমিত শাহের নির্দেশ কাজে আসে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *