আমাদের ভারত, হাওড়া, ১৬ জানুয়ারি: তৃণমূল দলটা পচে গেছে। আপনি যদি সত্যিই মানুষের জন্য সেবা করতে চান মানুষের পাশে দাঁড়াতে চান তাহলে বিজেপিতে আসুন। শনিবার বিকেলে শ্যামপুরের বেলপুকুরে এক জনসভা মঞ্চ থেকে এই ভাবেই শ্যামপুরের বিধায়ক কালিপদ মণ্ডলকে বিজেপিতে আসার আহ্বান জানালেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়।
এদিন জয় বলেন, বাংলা সব দিক থেকে পিছিয়ে পড়ছে তবে ধর্ষণে সবাইকে পিছনে ফেলে সামনে চলে এসেছে। যেটা নিয়ে বাইরের রাজ্যের লোকেরা আমাদের কটাক্ষ করছে। তবে বিজেপি ক্ষমতায় আসলে ধর্ষণ দূরস্ত, কেউ যদি মহিলাদের আঁচলে হাত দেয় তাহলে তার হাত কেটে নেওয়া হবে। এদিন জয় বলেন, এই বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করতে হলে নরেন্দ্র মোদীর হাতে বাংলাকে তুলে দিতে হবে। তিনি দাবি করেন, এবারের বিধানসভা নির্বাচনে হাওড়া গ্রামীণ জেলার ৮ টি আসনের মধ্যে বিজেপি ৬টি আসনে জয়লাভ করবে। জয় বলেন, বেলপুকুর এলাকায় বিজেপি চারা গাছ রোপণ করলে একদিন এটা বট বৃক্ষের মতো হয়ে এলাকার মানুষকে শান্তি দেবে। এদিনের এই জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ অন্যান্যরা।
অন্যদিকে এদিন পাঁচলার ধামসিয়ায় তৃণমূলের এক প্রতিবাদ সভা থেকে তৃণমূলের হাওড়া গ্রামীণ জেলা সভাপতি ও বিধায়ক দাবি করেন এবারের বিধানসভা নির্বাচনে হাওড়া জেলার ১৬টি আসনেই শুধু তৃণমূল জয়লাভ করবে না, রাজ্যের ২৯৪টি আসনে তৃণমূল জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসবে। এবং মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন।