কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ জানুয়ারি: রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহের কাজ চলছে দেশজুড়ে। গতকাল থেকে এই অর্থ সংগ্রহের কাজ শুরু হয়েছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যরাও এই রাজ্যে গতকাল থেকে অর্থ সংগ্রহে নেমেছে।
আজ সকালে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে অর্থ সংগ্রহে নামে ট্রাস্টের সদস্যরা। সকালে এলাকার শিব মন্দিরে বাবা সিদ্ধেশ্বর এর পুজো দিয়ে অর্থ সংগ্রহের নামে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যরা। এই ট্রাস্টের প্রমূখ বনমালী বিশ্বাস এবং মানষ রায় ও অমিত দত্তের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে অর্থ সংগ্রহ করা হয়। বনমালী বিশ্বাস জানান, তারা শুধু হিন্দুদের বাড়ি থেকেই অর্থ সংগ্রহ করছেন। প্রথম দিনে প্রায় কুড়ি হাজার টাকা সংগ্রহ হয়েছে।
এদিন দুই স্কুল পড়ুয়া অর্থ সাহায্য করে। সপ্তম শ্রেণির ছাত্র দেব চক্রবর্তী এবং ষষ্ঠ শ্রেণির প্রিয়জিৎ চক্রবর্তী দুইজনেই এক হাজার টাকা করে দান করে। এই দুই ভাই হিন্দু জাগরণ মঞ্চের প্রাক্তন প্রচার প্রমুখ পারিজাত চক্রবর্তীর ছেলে। পারিজাতবাবু জানান, করোনার কারণে দুর্গা পুজোয় জামাকাপড় কেনা হয়নি সেই টাকা এবং টিফিনের টাকা জমিয়ে এরা এই অর্থ সাহায্য করেছে। আগামী ৩০ তারিখ পর্যন্ত এই অর্থ সংগ্রহ চলবে বলে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে।