সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৫ জানুয়ারি: আগামী ৩০ জানুয়ারি উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মতুয়াদের সভায় সামিল হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানালেন সাংসদ শান্তনু ঠাকুর। পরের দিনই ঠাকুরনগরে পালটা সভা করার কথা ঘোষণা করল তৃণমূল। আসন্ন বিধানসভা ভোটের মুখে মতুয়া ভোটের দখল নিয়ে জারি রইল দড়ি টানাটানি।
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সম্প্রতি সুর চড়িয়েছিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তারপর থেকে শান্তনু ঠাকুরকে বাগে আনতে আসরে নামে বিজেপি। দলের পক্ষ থেকে জানানো হয় ঠাকুরনগরে সভা করবেন অমিত শাহ। প্রথমে ১৯ বা ২০ জানুয়ারি সভা করার কথা বলা হয়েছিল। পরে সিদ্ধান্ত হয়, আগামী ৩০ জানুয়ারি সেই সভা হবে। তবে সেই সভা বিজোপির সভা নয়। শান্তনু ঠাকুরের অনুগামী মতুয়ারা সেই সভা করবেন। সেখানে সামিল হবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন শান্তনু সাংবাদিকদের জানিয়েছেন, মতুয়াদের সভায় যোগ দিয়ে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করা সম্পর্কে বলবেন। মতুয়াদের নাগরিকত্ব সম্পর্কে বলবেন।
গত লোকসভা ভোটের আগে ঠাকুরবাড়ির কামনাসাগরের পাশের মাঠে মতুয়াদের সভায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন তিনি বলেছিলেন, মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে। তারপর সংসদে নাগরিকত্ব আইন পাশও হয়ে গিয়েছে। কিন্তু গত এক বছরে তা কার্যকর হয়নি। মতুয়াদের নাগরিকত্ব নিয়ে শান্তনুর সঙ্গে দলের ঠান্ডা লড়াই শুরু হয়। তৃণমূল তাতে হাওয়া দিতে শান্তনুকে তাদের দলে যোগ দেওয়ার আহ্বান জানায়। বিধানসভা নির্বাচনের মুখে মতুয়া ভোট হাতছাড়া হওয়ার ভয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন বিজেপির ভোট ম্যানেজাররা। শান্তনুকে তুষ্ট করতে দলের বারাসত সাংগঠনিক জেলা ভেঙে বনগাঁ নতুন জেলা করা হয়েছে। শেষমেষ অমিত শাহকে মঞ্চে তুলে মতুয়াদের নাগরিকত্ব বার্তার কৌশল নিয়েছে বিজেপি।
সংসদ শান্তনু ঠাকুরের প্রস্তুতি দেখে পরের দিনই ঠাকুরনগরে পালটা সভা করার কথা ঘোষণা করল তৃণমূল। ঠাকুরনগরে অমিত শাহের সভার পরেই মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাল্টা সভা হবে ঠাকুরনগরে জানালেন উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর গোপাল শেঠ। “চলো যাই ভ্রমণে ঠাকুরনগর মতুয়া ধামে” এই শ্লোগানকে সামনে রেখে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অমিত শাহের সভার পরেই ঠাকুরনগরে পাল্টা সভা হবে তৃণমূলের।