আমাদের ভারত, ৫ জানুয়ারি:সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে ছাড়পত্র দিল দেশের শীর্ষ আদালত। আবেদনকারীদের সব দাবি খারিজ করে দিয়েছে এই প্রকল্পে সবুজ সংকেত দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আও তিন সদস্যের বেঞ্চে এই রায়ের পর নতুন সংসদ ভবন নির্মাণে আর কোন বাধা রইলো না।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, তারা মনে করেন এই প্রকল্পের ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে কোনো ফাঁকফোকর নেই। প্রকল্পের জন্য যে জমির বাছা হয়েছে তাও ব্যবহার করা যেতে পারে।”
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর স্বপ্নের এই সেন্ট্রাল ভিস্টাপ্রকল্পের বিরুদ্ধে শীর্ষ আদালতে অনেক গুলো আবেদন জমা পড়েছিল। লুটিয়েন্স দিল্লিতে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার জায়গা জুড়ে এই প্রকল্প নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। এই প্রকল্পের ফলে দিল্লির ৮৬ একর সবুজ ধ্বংসের অভিযোগ আনা হয়ে। দিল্লি উন্নয়ন আইনের বিরুদ্ধে গিয়ে এই প্রকল্পের জমি বদল করা হয়েছে বলেও দাবি করেছিলেন আবেদনকারীরা। তবে সেই সব দাবিই খারিজ করে শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ এই প্রকল্পের সবুজসংকেত দিয়েছেন।
এই প্রকল্পের পক্ষে সরকারের যুক্তি ছিল, বর্তমান সংসদ ভবনে জায়গার অত্যন্ত অভাব। ভবনটি যেমন ভূমিকম্প প্রতিরোধক নয় তেমনি এখানে আগুন লাগলে তাতে সুরক্ষায় খামতি আছে। নতুন ভবনে একসাথে ৯০০ থেকে ১২০০ জন পর্যন্ত সংসদের বসার ব্যবস্থা করা যাবে। এছাড়াও সমস্ত কেন্দ্রীয় মন্ত্রালয় এক জায়গায় থাকায় সরকারের কাজ-কর্মের পক্ষে সুবিধা হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের এই রায়ের পরে আর কোন বাধা রইলো না এই প্রকল্প রূপায়নে।